১৯ ডিসেম্বর ‘ইত্যাদি’র আগামী পর্ব ধারণ করা হয়েছে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্তি্বক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহারে। অনুষ্ঠান ধারণের জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল আলাদা বৈদ্যুতিক ট্রান্সফরমার। তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে লক্ষাধিক দর্শক উপভোগ করে তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ। শেকড় সন্ধানী ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান
চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। পাহাড়পুর ছাড়াও নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, বদলগাছী থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখতে আসে। উল্লেখ্য, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ইত্যাদি’ পা রাখবে ২৪ বছরে; অর্থাৎ দুই যুগে। অনুষ্ঠানটি আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ