
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগর উপজেলার দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ডা: বদরুজ্জামান কে অপহরণ ও চাদা বাজি মামলার আসামী নওয়াপাড়া পাচকবর এলাকার আবুল হোসেন মোল্লার পুত্র ফারুক হোসেন, (৩৫) ও দেলোয়ার হোসেনের পুত্র কাওসার, (৪২) এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যশোরের বিজ্ঞ সিনি: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২৮ জানুয়ারি ২০২০ সালে ইত্তেফাকের অভয়নগর প্রতিনিধি বদরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত
সমন জারি করে শুনানির দিন ধার্য্য করে।
আসামিরা আদালত অবমাননা করার জন্য গত ২৬ ফেব্রুয়ারী বিজ্ঞ আলাদাত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।