87ষ্টাফ রিপোর্টার :: এ সময়ের আলোচিত বাংলাদেশের নতুন মডেল রেশমী অ্যালন। শারীরিক সৌন্দর্য ফুটে ওঠা রেশমী অ্যালন ইতিমধ্যেই ঢালিউডে জায়গা করে নিয়েছেন। খোলামেলা পোশাকে ফটোশ্যুট করে ইতোমধ্যে তিনি আলোচিত-সমালোচিত হয়েছেন।

সম্প্রতি রেশমী অ্যালন তার ফেইসবুক ষ্টেটাসে লিখেছেন, আমরা বাঙ্গালি আর মুসলিম হয়ে যদি পূর্ব পাকিস্থানদের থেকে ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করে সাহশীকতার পরিচয় দিতে পারি !

তাহলে সামান্য ইজ্জত দেখিয়ে কেন বাংলাদেশেকে উন্নত করতে পারব না বিশ্বের কাছে ? ইতোমধ্যে তার এই ষ্টেটাস নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। ইউনাইটেড নিউজের পাঠকদের জন্য রেশমী অ্যালনের ষ্টেটাসটি হুবহু তুলে ধরা হলো:

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি ।

যিনি এই গানটা লিখেছিলেন, ওনার হয়তো জানা ছিল না, বাংলার মানুষের মন সম্পর্কে !
বাংলার মানুষ শুধু মুখ দিয়ে বলে ভালবাসি বাংলাদেশ ,
মন থেকে নয় !
যদি বাংলাকে ভালবাসতো তাহলে দেখতো না বাংলার এই অধঃপতন, মানুষ খুন, গাড়ি ভাংচুর, মানুষ পুড়িয়ে হত্যা, শিশু হত্যা।
এই রাজনীতির নাম কি বাংলাদেশ ?
এটাই কি শিক্ষা দিয়াছিলেন আমাদের জাতির পিতা (বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান)
এটাই কি শিখেছি আমাদের প্রিয় জাতির নেতা (জিয়াউর রাহমান) এর কাছ থেকে ?
আমাদের লাখো লাখো নারীর ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলা ফিরে পেয়েছি ।
আমরা স্বাধীন বাংলা বলি,
আমরা নিজেদের স্বাধীন বাঙ্গালি বলে পরিচয় দেই !
একটু ভেবে দেখুনতো আসলেই কি আমরা স্বাধীন ?
না ! আমরা স্বাধীন না !
একটা মুহূর্তের জন্যেও আমরা স্বাধীন না !
আমি যখন রাস্থায় বের হই, আমার মনে হয় আমি আর আমার মায়ের কোলে ফিরে আসতে পারবো না !
তাহলে আমরা বাঙ্গালি কোথায় স্বাধীন হলাম ?
বিশ্বের প্রতিটা দেশ উন্নত হয়ে গেছে ।
প্রতিটা মুসলিম দেশ উন্নত হয়ে গেছে ।
আমরা কেন পিছিয়ে ?
কি নেই আমাদের দেশে ?
আমার প্রশ্ন হল আপনাদের কাছে/// আমরা বাঙ্গালি আর মুসলিম হয়ে যদি পূর্ব পাকিস্থানদের থেকে ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করে সাহশীকতার পরিচয় দিতে পারি !
তাহলে সামান্য ইজ্জত দেখিয়ে কেন বাংলাদেশেকে উন্নত করতে পারব না বিশ্বের কাছে ?
আশা করি আমার উত্তরটা সবাই তৈরি রাখবেন !
যারা আমার সমালোচনা আর আলোচনা নিয়া ব্যাস্ত থাকেন
আর কিছু মডেল যারা আমাকে নিয়ে জেলাছ ফীল করেন ।
তাদেরকে বলে রাখি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বেঁচে থাকতে চাই ,
অন্য সব উন্নত দেশের নাগরিকদের মতন !!! পারলে উতরটা দিবেন……।।

ইতি
রেশমী এলন

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here