মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়নে স্বাধীনতা পরবর্তী চিত্র ও বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরেছে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। ইতোমধ্যে তার সামাজিক সহ উন্নয়ন চিত্র দৃষ্টি কেঁড়েছে এলাকার মানুষের। স্বাধীনতা পরবর্তী ইউনিয়নে রাস্তাঘাট ছিলো অনুন্নত (কাঁচা রাস্তা)। তার মানবিক সাহায্য ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকেনি।

দেশের অন্য ইউনিয়ন, উপজেলা থেকে জেলায় ঝড়-বন্যা সহ অসহায়, দরিদ্র, প্রতিবন্ধীর মানুষের দারে-দারে সাহায্যের হাত নিয়ে ছুটে চলেছেন। স্বাধীনতা পরবর্তী চেয়ারম্যান বৃন্দ যে যা পেরেছে উন্নয়ন করেছে। তিনি বলেন সবাই উন্নয়ন করেছে তবে আমি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত ইউনিয়নে কোন পাকা খেয়াঘাট ছিল না।

তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে তার একজন কর্মী হিসাবে লস্কর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ার লক্ষ্যে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এলজিএসপি, টিআর, এডিবি, ওয়ান পার্সেন্ট থেকে প্রাপ্ত অর্থ ও ইউপির নিজস্ব অর্থায়ণে এ পর্যন্ত ইউনিয়নে ২০টিরও অধিক স্থায়ী পাকা খেয়াঘাট ও পাকা সিড়ি নির্মাণ করতে সক্ষম হয়েছেন। ২০২২-২৩ অর্থ বছরে তিনি ৪টি পাকাঘাট নির্মাণ করেছেন।

যার ফলে ইউনিয়নবাসীর জীবন যাত্রারমান উন্নত হয়েছে। তার সময়ে নির্মিত ঢালাই পাকা খেয়াঘাট হলো যাত্রী ছাউনিসহ লস্কর খেয়াঘাট, লস্কর পশ্চিম পাড়া জামে মসজিদের পুকুর ঘাট, লস্কর সরদার বাড়ি জামে মসজিদের পুকুর ঘাট, লস্কর দীঘির ঘাট, লক্ষীখোলার অবহেলিত খ্রীষ্টানপাড়ার পুকুর ঘাট, কেওড়াতলা শ্মশান সংলগ্ন পুকুর ঘাট, লক্ষীখোলা কলেজিয়েট স্কুল জামে মসজিদের পুকুর ঘাট, খড়িয়া গোড়া বাজার খেয়াঘাট, আলমতলা খেয়াঘাট নির্মাণ (ভাঙন কবলিত হওয়ায় নদীগর্বে বিলীন হয়ে গেছে), বাইনতলা বাজার খেয়াঘাট, খড়িয়া ঢেমশাখালী দুর্গা মন্দিরে উচু রাস্তা থেকে নামার সিড়ি, খড়িয়া লেবুবুনিয়া শ্মশান ঘাট, (খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয় ও লেবুবুনিয়া মিস্ত্রী বাড়ির মধ্যবর্তী স্থানে), উত্তর খড়িয়া সাইক্লোন সেল্টার সংলগ্ন খেয়াঘাট, আমুরকাটা খেয়াঘাট, পূর্ব খড়িয়া সার্বজনীন মন্দির সংলগ্ন নদীতে পাকাঘাট, খড়িয়া বাসাখালী খেয়াঘাট, পূর্ব খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উচু রাস্তা থেকে নামার সিড়ি, খড়িয়া ভড়েঙ্গার খেয়াঘাট, খড়িয়া গোয়ালবাড়ি সার্বজনীন মন্দিরে উচু রাস্তা থেকে নামার সিড়ি, খড়িয়া লেবুবুনিয়া সার্বজনীন মন্দির সংলগ্ন পাকাঘাট, খড়িয়া মিনাজ গ্রামে কুব্বত গাজীর বাড়ি সংলগ্ন নদীতে সর্ব সাধারণের গোসল করার পাকা ঘাট নির্মাণ। এ ছাড়া তিনি বলেন শুধুমাত্র ঘাট নিয়ে তুলেন।

আগামীতে ইউনিয়নের সার্বিক বিষয় যেমন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্রের উন্নয়ন নিয়ে তুলে ধরবেন জানান এ মানবিক ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here