নিজস্ব প্রতিনিধি ::

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উদ্যোক্তা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (ইসিডিসি) ২৩ ফেব্রুয়ারী (বৃহষ্পতিবার) ইউএপি অডিটোরিয়ামে “আইডিয়া সিজন ২.০” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশি পরিবহন ও রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান পাঠাও-এর প্রতিষ্ঠাতা হোসাইন এম ইলিয়াস । এসময় তিনি একজন উদ্যোক্তা হিসেবে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং “আইডিয়া সিজন ২.০” প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা তৈরি করতে উৎসাহ প্রদান করেন।

হোসাইন এম ইলিয়াস বলেন, ‘পাঠাও’র শুরুটা হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। আমরা চেয়েছি মানুষের জীবনকে সহজ করে তুলতে। এখন আমরা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারছি, মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি।

তিনি আরো বলেন, উদ্যোক্তা হতে হলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। নিজের ব্যর্থতা, ভুলগুলো আপনার জন্য উদাহরণ। এখন থেকেই সময়কে কাজে লাগান। আমার অনেকগুলো প্রচেষ্টার একটা ‘পাঠাও’। সফল হতে হলে আপনাকে প্রথমে ব্যর্থ হতে হবে।
ইউএপি ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক তাকাদ আহমেদ চৌধুরীর সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় অন্যান্যদের মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও ইসিডিসির উপদেষ্টা মোহাম্মদ রাকিব, ইউএপি ছাত্র কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তারেক খান, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) অগ্রাধিকার ও মহিলা ব্যাংকিং বিভাগের প্রধান তানজেরী হক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here