ডেস্ক রিপোর্ট::  ইউএনও পরিচয় দিয়ে কৌশলে দুই আইসক্রিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। শনিবার (৪ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার হয়ে রোববার তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন প্রতারণার শিকার আইসক্রিম ব্যবসায়ীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার একটি অপরিচিত মোবাইল থেকে প্রতারক চক্রের ফোন পান শাহিন হোসেন। ফোনে প্রতারক চক্র তেঁতুলিয়ার ইউএনও পরিচয় দিয়ে বলেন, আপনার কি আইসক্রিম কারখানা রয়েছে। এ কারখানার বিআরটিএ ও স্যানিটারি লাইসেন্স আছে কী না, না থাকলে নতুন নিয়ম হয়েছে। কারখানার কাগজপত্র না থাকলে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অন্যথায় ৬ মাসের সাজা হবে। সাজা থেকে বাচঁতে চাইলে বিকাশে ৫০ হাজার টাকা পাঠান। পরে আইসক্রিম বিক্রেতা ভয় পেয়ে ১০ হাজার টাকা তার বিকাশে পাঠান। পরে তিনি বুঝতে পারেন প্রতারণার বিষয়টি।

জেলায় আরও কয়েকজন এ ধরনের ফোন পান। যেখানে প্রতারক চক্র নিজেদের ইউএনও বলে পরিচয় দেন। তাদের মধ্যে একজন ফেরদৌসী আরা বেগম। যদিও তিনি সচেতন হওয়ায় প্রতারণার বিষয়টি আগেই বুঝতে পারেন।

আইসক্রিম ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, ওই প্রতারক চক্র যেভাবে ইউএনওর পরিচয় দিয়ে ফোন করেছে তখন প্রতারণা বিষয়টি বুঝতে পারিনি। প্রতারক ফোন দিয়ে আমার কারখানার বিভিন্ন সমস্যা ও জরিমানার কথা বলেন। পরে ভয় পেয়ে আমি টাকা পাঠাই। প্রতারকদের আইনের আওতায় আনা হোক।

রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, প্রতারক চক্রের কাছে পৃথকভাবে দুজনের প্রতারণা হওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রতারক চক্র সুকৌশলে ইউএনও’র পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্ব সাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here