ডেস্ক রিপোর্ট : : ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। ব্যক্তিগত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডর কাছে চতুর্থ ও শেষ টেস্টের জন্য ছুটি নিয়েছেন তিনি। তবে তার পরিবর্তে অতিরিক্ত কাউকে নেওয়া হচ্ছে না।

তবে ব্যক্তিগত কারণ উল্লেখ করেননি বুমরাহ। বোর্ডের পক্ষ থেকেও কিছু স্পষ্ট করা হয়নি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে যাতে তাকে দলে না রাখা হয়, সে জন্য আবেদন করেছিল বুমরাহ। সেই আবেদন মেনে তাকে ছুটি দেওয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে তাকে পাওয়া যাবে না। শেষ টেস্টের জন্য ভারতীয় দলে নতুন করে কাউকে নেওয়া হচ্ছে না।

চলতি ইংল্যান্ড সিরিজে চেন্নাইয়ে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তৃতীয় টেস্টে নিজের ঘরের মাঠ আহামেদাবাদে খেলার সুযোগ পান। তবে এই টেস্টে ছিলেন উইকেটশূন্য।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। তবে সিরিজ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here