ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। দুবাই টেস্টের চতুর্থ দিনের শেষ দিকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে অরআউট হয়ে গেলে পাকিস্তান জয় পায় ৭১ রানের।
তিন টেস্টের তিনটিতেই পাকিস্তানের কাছে হার মানলো বিশ্বের একনম্বর দল ইংল্যান্ড। গত বছর দেশের মাটিতে তারাই ভারতকে হোয়াইটওয়াশ করেছিল।
বোলারদের এ টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্যাটসম্যান আজহার আলী তার ১৫৭ রানের জন্য।
ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সাঈদ আজমল।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিঙসে সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন প্রায়র। কুকও করেন ৪৯। পাকিস্তানের উমর গুল ও আজমল ৪টি করেন উইকেট নেন ৬১ ও ৬৭ রানে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ