ডেস্ক রিপোর্ট::  পারফরম্যান্স ভালো হচ্ছে না, তবে ছুঁড়ে ফেলে দাও। যেন এমন নীতি নিয়ে নামছে ইংলিশ ক্লাবগুলো। কোচ বরখাস্তের হিড়িক পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। লেস্টার কোচ ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করার পর একই দিনে ছাঁটাই হলেন চেলসি কোচ গ্রাহাম পটার। দুটি ক্লাব কর্তৃপক্ষই এক বিবৃতিতে কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।

লিগে নিজেদের সবশেষ ছয় ম্যাচের পাঁচটি হেরেছে লেস্টার, ড্র অন্যটি। সবশেষ শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলে নেমে গেছে দলটি। ক্লাবটির টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ব্রেন্ডন রজার্স।

লিভারপুলের সাবেক কোচ রজার্স লেস্টারের দায়িত্ব পান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তার কোচিংয়ে পূর্ণ মেয়াদের প্রথম দুই মৌসুমে পাঁচে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে ২০২১ সালে চেলসিকে হারিয়ে তারা ঘরে তোলে এফএ কাপ শিরোপা। তবে চলতি মৌসুমটা ভালো কাটছে না লেস্টার সিটির। যার কারণে প্রথম কোপটা পড়ল কোচের ওপর।

অন্যদিকে, চেলসির ডাগআউটে দাঁড়ানোর সাত মাসের মাথায় চাকরি হারালেন গ্রাহাম পটার। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে হেরে গেছে চেলসি। ওই হারের পরই তার চাকরির সুতোয় টান পড়ে। শেষ পর্যন্ত নর্থ লন্ডনের ক্লাবটির বোর্ডের অনাস্থায় সরে যেতে হলো তাকে।

তাকে ছাঁটাই করার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘চেলসি জানাচ্ছে যে, গ্রাহাম পটার ক্লাব ছাড়ছেন। তিনি সম্মত হয়েছেন যে, এই মুহূর্তে ক্লাবের পরিবর্তন দরকার। তার অধীনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার অবদানের জন্য ধন্যবাদ।’

এর আগে পটার ব্রাইটন এন্ড হোব আলবিয়নের কোচ ছিলেন। নিচের সারির ওই দলের ডাগ আউটে দুর্দান্ত কাজ করেছেন তিনি। ব্রাইটনকে লিগে টপ টেনে রেখেছিলেন। অথচ তার অধীনে চেলসি লিগ টেবিলে নয়ে নেমে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here