বঙ্গবন্ধু
-আ হ ম ফয়সল
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তোমার নাম শুনেছি, শুনেছি তোমার বজ্রকন্ঠ।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
দেখেছি তোমার অট্টালিকারমত গড়ন, তোমার অস্তিত্ব।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
হৃদয়ের পরতে পরতো অনুভব করি তোমার ঐশ্বর্যময় দেশপ্রেম।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তোমার রেখে যাওয়া স্বাধীন ভূমিতে বুকভরে নিঃশ্বাস নিতে পারছি।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তোমার অস্তিত্ব দেখতে পাই দেশের প্রতিটি জনপদে।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তোমার উত্তরসূরীরা সোনার বাংলাদেশ নির্মানে ব্রত।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তবে তোমার দেশপ্রেম জাগ্রত করে এখনও আমাদের।
বঙ্গবন্ধু
আমি তোমায় দেখিনি
তোমার আদর্শ বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ।
লেখক: সম্পাদক ও প্রকাশক, ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডট কম ।