নরসিংদী সদর পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি নরসিংদীর সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীতে আত্মগোপনে থাকা অবস্থায় বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পুলিশ নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফুল সরকার, মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা ও মো. সেলিম নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে লোকমানের ভাই মো. কামরুজ্জামানের দায়ের করা মামলায় এদের মধ্যে শুধু আশরাফের নাম রয়েছে।
উল্লেখ্য, ১ নভেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীরা ঢুকে পৌর মেয়র লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত লোকমানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে ১৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছোট ভাই কামারুজ্জামান।
১৪ আসামির মধ্যে টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, মন্ত্রীর একান্ত সহকারী মাসুদুর রহমান মুরাদ ও শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন ভূঁইয়াসহ প্রায় সবাই আওয়ামী লীগের নেতা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা