নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রী সেজে সিএনজি ছিনতাই কালে জনতার হাতে আটক হয়েছে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য। রোবরার রাতে ঢাকা- সিলেট উপজেলার  দুপ্তারা ইউনিয়নের পালস্না এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) আশরাফুজ্জামান ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, রাতে নরসিংদী পাচঁদোনা থেকে কাচঁপুর যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া নেয়। সিএনজিটি উপজেলার পাল্লা এলাকায় এলে ছিনতাইকারী দল চালক লতিফের হাত- পা বেধেঁ রাসত্মায় ফেলে দেয়। এ সময় লতিফের চিৎকারে এলাকার শত শত লোকজন জড়ো  হয়ে ছিনতাইকারীদের ঘেরা ও করে ফেলে। জনতা বেশী হওয়ার ছিনতাই কারীরা পালাতে পারেনি।  পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোর্পদ করে। গ্রেফতার কৃতরা হলো, আবির ( ১৮), মালু (৩৮) ইউসুফ (২২) ও কামরম্নল( ১৭)।  এদের সকলের বাড়ী রপগঞ্জের মাওনা এলাকায় বলে জানা গেছে।

অপর দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বেলায়েত হোসেন কলেজ সংলগ্ন রাসত্মায় ৫/৬ জন ছিনতাইকারীর দল একটি বেবী থামিয়ে যাত্রী বাচ্চু, জহিরুল, সোহেল ও মহিজুদ্দীনের নিকট থেকে টাকা, মোবাইলসহ সর্বস্ব লুটে নেয়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বাচ্চু ও জহিরুল আহত হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here