নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষে পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ১ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১টায় উপজেলার খাগকান্দা ও উচিৎপুরা ইউনিয়নের লক্ষ্মীপুরা নামক সংযোগ সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান জানান, ঘটনার সময় খাগকান্দা ফাঁড়ি পুলিশ লক্ষ্মীপুরা এলাকায় টহল দিচ্ছিল। ডাকাতির প্রস্ততি নেয়ার সময় পুলিশ ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদলও পুলিশদের পাল্টা ধাওয়া দেয়। তখন ডাকাতদের ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৩ কনষ্টেবল আহত হয়। পুলিশের ধাওয়ার মুখে ডাকাতদল টিকতে না পেরে পালানোর সময় সালাউদ্দিন(৩০) নামের এক ডাকাত সদস্যকে পুলিশ আটক করে। আটককৃত সালাউদ্দিন নরসিংদী সদর থানার আব্দুল্লাকান্দী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহতরা হলো কনষ্টেবল বাচ্চু মিয়া, দুলাল মিয়া ও মহসিন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরম্নল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে ৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/কামাল