আড়াইহাজারে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকার একটি পুকুরের থেকে এই লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) আশরাফুজ্জামান জানান, শিলমান্দী গ্রামবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, লাশের গায়ে শুধু মাত্র কালো রংয়ের একটি জ্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে. অন্য কোথাও থেকে হত্যা করে এনে এখানে ফেলে রেখেছে। তবে কেবা কারা কিভাবে হত্যা করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যাক্তির বয়স ৩০ থেকে ৩৫ এর ভেতর হতে পারে। শিয়াল-কুকুর লাশটি পুকুর থেকে বের করে ক্ষত-বিক্ষত করে ফেলেছে। দৃবৃর্ত্তরা তাকে হত্যা করে পুকুরের নিচে পুতে রেখেছিল। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ