নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদি বাজার এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করায় এক যুবককে ৬ মাসের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতো বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন।

ইউএনও সরোয়ার হোসেন জানান, বুধবার এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার খাগকান্দা ইউনিয়নের কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রী গোপালদি বাজার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে বখাটে নূর হোসেন উত্যক্ত করে।

এসময় আশেপাশের লোকজন বখাটে নূর হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দন্ডিত নূর হোসেন উপজেলার উচিতপুরা ইউনিয়নের বাড়ৈভোগ এলাকার আবদুস সালামের ছেলে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here