নারয়ণগঞ্জের আড়াইহাজার  উপজেলা সদরসহ বিভিন্ন  স্থানে শুক্রবার গভীর রাতে এক রাতে ৪ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দলের ককটেল বিষ্ফোরণে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন  ২ জন । ডাকাত দল লুটে নিয়েছে ৯ লক্ষাধীক টাকার মালামাল।

এলাকাবাসী জানিয়েছে, গভীর রাতে  আড়াইহাজার সদরে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক সদস্য প্রয়াত ডাঃ মতিউল্লাহ মিয়ার বাড়ীতে দেয়াল টপকিয়ে বিল্ডিংয়ের কয়েকটি তালা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। ১০/১২ জনের এক দল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ৫/৬ ভরি ও জনের স্বর্ণালংকার ও নগদ ১০  হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষাাধিক টাকার মালামাল লুটে নেয়। অপর দিকে একই রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে একই সঙ্গে খোকা, নুরু ও সাইদুলের বাড়ীতে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল এক যোগে হানা দেয়। তারা  ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে  সাইদুল নামে এক গৃহকর্তাকে  আহত করে। ডাকাত দল  ৩ টি বাড়ী থেকে ৬ ভরি স্বণের্র অলংকার, ৫ হাজার টাকা,মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ  প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী কল্যান্দী গ্রামের ফারুক (৩৩) ২ ডাকাতকে ধরে ফেললে ডাকাতেরা ফারুককে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত সাইদুলকে ঢাকায় এবং  ফারুককে  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। সাইদুল কে অবস্থা গুরুতর বিধায় ঢাকায় প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here