স্টাফ রিপোর্টার :: আসামের তিনসুকিয়ার খেরানিতে ‌গতকাল বৃহস্পতিবার রাতে ৫ বাঙালিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য।
জখম হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশূদ্র।
তিনসুকিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এই নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলফার পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গেছে, এদিন রাতে জঙ্গিরা ওই গ্রামে হানা দেয়। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধোলা সাদিয়া সেতুর কাছে রাত আটটার দিকে পাঁচজনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে জঙ্গিরা। তার পর ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গুলি চালিয়ে তাঁদের হত্যা করে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here