ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন বুলডোজারকে আঘাত হানার পর লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় ৩ যাত্রী প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুলডোজারটিকে ধাক্কা দেয়ার পর ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ দুর্ঘটনা কবলিত বগিগুলো থেকে হতাহতদের উদ্ধারে এগিয়ে এসেছেন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
্উনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তজাতি ডেস্ক