নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালু পড়া ইউনিয়নের ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতারে সহযোগিতা করার অবদান স্বরুপ দুই গ্রামপুলিশকে সম্মাননা প্রদান করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার। পুরস্কারপ্রপ্ত গ্রামপুলিশ সদস্যরা হলেন, দেলবর হোসেন ও চঞ্চল হোসেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশকে ট্রেনিং করানো হয়েছে। যাতে গ্রাম পুলিশরা থানা পুলিশকে তথ্য দিয়ে অপরাধীদের ধরিয়ে দিতে সাহায্য করেন। তিনি সকল গ্রাম পুলিশের নিজ নিজ ওয়ার্ডে যেসব অপরাধমূলক কর্মকান্ড হয় তা অফিসার ইনচার্জকে জানানোর কথা বলেন।

ওসি আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে বাল্য বিবাহ দূরে সরে এসেছে। মাদক, বাল্যবিবাহ, ওয়ারেন্টভুক্ত আসামি সকল ক্ষেত্রেই পুলিশকে তথ্য দিয়ে গ্রাম পুলিশ সহযোগিতা করবে। হাটকালুপাড়া ইউনিয়নের ওয়ারেন্টে ভুক্ত আসামিকে ধরিয়ে দিতে সহযোগিতা করায় দুই গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।

তিনি সকল গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ভাল কাজ করেন। তাহলে সামনের দিনগুলোতে আমি সবাইকে পুরস্কৃত করব। সেই সাথে তিনি অপরাধ দমনে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমান, ডিআইও (ডিএসবি) এসএম ওয়াজেদুর রহমান, এসআই চাঁদ আলী, আবু সাইদ, সামমোহাম্মদ, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ফিরোজ আলীসহ থানার সকল পুলিশ সদস্য ও উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here