রবিবার (১৭ নভেম্বর) আরথ্রি টিউন ইউটিউব চ্যানেলে বিকাল ৫টায় প্রকাশ পাবে ধীমন বড়ুয়ার মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া শূণ্য জীবন’। মডেল হয়েছেন ধীমন বড়ুয়া এতে তার সহশিল্পী বৃষ্টি চৌধুরী। সানী আজাদের কথায় গানটি যৌথভাবে গেয়েছেন মুন ও সানী আজাদ। সুর ও সংগীত আয়োজনে ছিলেন আহমেদ সজীব। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাইকেল বাবু।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী মুন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। আশা করছি, মিউজিক ভিডিও সবার পছন্দ হবে।
গীতিকার ও কন্ঠশিল্পী সানী আজাদ বলেন সবমিলিয়ে চমৎকার একটি গান হয়েছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
মডেল ও প্রযোজক ধীমন বড়ুয়া বলেন, ‘তুমি ছাড়া শূণ্য জীবন’ শিরোনামে গানটি অসাধারণ। পরিচালক মাইকেল বাবু কাজটি ধরে ধরে করেছেন। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করেছেন বৃষ্টি চৌধুরী। ভিন্নধারার লুকে ক্যামেরার সামনে গানটি দর্শক- শ্রোতাদের ভাল লাগবে বলেই আমি মনে করি।