বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, পালকির পর বিমান বহরে যুক্ত হচ্ছে,নতুন উড়োজাহাজ ‘অরুণ আলো’ (বোয়িং ৭৭৭-৩০০ ইআর)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অরুণ আলো’ বিমানটি বুধবার রাত পৌনে ১০টায় অবতরণ করবে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করার উদ্যোগের অংশ হিসেবে ২০০৮ সালে ৮ হাজার ৭২৮ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ৮টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। পরে বোয়িং ৭৩৭ মডেলের আরও দুটি উড়োজাহাজেরও অর্ডার দেয় বিমান। গত অক্টোবরে পালকি (বোয়িং ৭৭৭-৩০০ ইআর) দেশে এসে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বোয়িংটি আসছে আজ।
সূত্রমতে, বোয়িংয়ের বৈমানিকেরাই উড়োজাহাজটি চালিয়ে আমেরিকার সিয়াটল থেকে সরাসরি ঢাকায়নিয়েঁ আসবেন।
বোয়িং ৭৭৭-৩০০ ইআরের সার্বিক অবস্থা যাচাই করতে ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা, বৈমানিক, প্রকৌশলী, কেবিন ক্রুসহ একটি প্রতিনিধি দল আমেরিকার সিয়াটলে অবস্থান করছে। অরুণ আলোয় তারাও দেশে ফিরবেন।
চুক্তি অনুযায়ী ১৮২ দশমিক ১৭ মিলিয়ন ডলার মূল্যের ৪৬৩ সিটের প্রথম বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটি ঢাকায় এসেছে গত অক্টোবর। আজ আসছে বোয়িং ৭৭৭-এর দ্বিতীয় উড়োজাহাজটি। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের মধ্যে বিমানের বহরে আরও দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর সিরিজের উড়োজাহাজ যুক্ত হবে। এর প্রথমটি ১৮৩ দশমিক ২০ এবং দ্বিতীয়টি ১৮৪ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে ক্রয় করা হয়েছে।
এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বোয়িং ৭৮৭-৮ সিরিজের আরো চারটি উড়োজাহাজ আগামীদিনে যুক্ত হবে বলে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা