শুক্রবার বিকাল ৫ টায় আশুলিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নৌবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ৬ষ্ঠ ব্যাচের তানভীর মোঃ সিদ্দিকী নামের মেধাবী এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নৌবিপ্রবি’র সিএসটিসি ডিপার্টমেন্ট প্রধান অভিজিৎ চক্রবর্তী ও বন্ধু আরিফ  জানায়, তানভির শুক্রবার বিকালে ঢাকার বাসা হতে কয়েকজন বন্ধুর সাথে আশুলিয়ার তুরাগ নদীতে সাঁতার কাটতে যায়। সাঁতার না জানায় তানভির বেশি পানিতে যেতে চাইনি। কিন্তু স্রোতের টানে গভীর পানিতে চলে যাওয়ার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা বারবার চেষ্টা করে ও তাকে খুঁজে পায়নি। কিছুক্ষণ পর তানভিরের লাশ ভেসে উঠলে বন্ধুরা মোবাইলে তার বাবাকে খবর দিলে ঢাকার বাসায় এক হুদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। তানবিরের মৃত্যু খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তার সহপাঠি ও বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

তানভিরের গ্রামের বাড়ী লক্ষীপুর জেলা সদরে বটতলী। ঢাকার দক্ষিণখান এলাকায় বর্তমানে তাদের বাসা। তার পিতা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। ২ ভাই ২ বোনের মধ্যে সে সবার ছোট। শুক্রবার রাতে তানবিরের লাশ নৌবিপ্ররি’র ক্যাম্পাসে এসে পৌঁছলে শনিবার ভোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তানভিরের জানাযা শেষে গ্রামের বাড়ীতে লাশ দাফন করা হয়।

নৌবিপ্রবি’র শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিমন জানান,‘‘ তানভিরের অকাল মৃত্যুতে শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে তার বিদায়ী আতœার মাগফেরাত কামনা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম রাসেল/নোয়াখাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here