সাভার: আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ ৪০ জন আহত হয়েছে।
এ সময় পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর মিজানসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর মিজানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
এতে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়। এ সময় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হলে শুরু হয় সংঘর্ষ। এতে ৪০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় পরে পুলিশ মিজানপ্লাজা থেকে ৬ নেতাকর্মীকে আটক করেছে বলে জানান তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, সকালে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর চড়াও হলে শুরু হয় সংঘর্ষ।
এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।