ডেস্ক রিপোর্ট:: সাভারের আশুলিয়ায় অ্যামাজন নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার প্রবণ চৌধুরী আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খবর আসে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন নিটওয়্যার নামে একটি কারখানায় আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। তখন খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রথমে আমরা খবর পেয়েছিলাম উত্তেজিত শ্রমিকরা কারখানায় আগুন দিয়েছে। কিন্তু আমরা আসার পর কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।