জসিম সরওয়ার, আলীকদম (বান্দরবান)
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার রোয়াম্ভু গ্রামে শুক্রবার ভোর ৪ টায় দুই সন্তানের জননী এক গৃহবধু স্বামীর হাতে খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বান্দরবান বর্গে পাঠিয়েছে। ঘটনাস’লে সরেজমিন পরিদর্শনে জানাযায় ৮দিন পূর্বে সন্তান প্রশবকারী গৃহবধু খুর্শিদা বেগম (২৪) গতকাল শুক্রবার ভোর ৪ টায় হঠাৎ অসুস’ হয়ে মৃত্যু বরণ করে বলে স্বামী আনোয়ার হোসেন (৩০) প্রথমে সংবাদিকসহ স’ানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও।
পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, লামা সার্কেল এএসপি আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, মোঃ হোছাইন অফিসার ইনসার্চ আলীকদম থানা, ঘটনা স’ালে গিয়ে মৃত গৃহবধুর গলায় আঘাতের চিহ্নিদেখে স্বামীকে প্রথমিক জিজ্ঞাসাবাদ করলে তার উলটপালট কথাবর্তা সন্দেহ ঘনিভূত হয়। পরবর্তীতে মৃত খুরশিদার পিতা এসে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন।
এ ব্যাপারে সার্কেল এএসপি লামা, এ প্রতিবেদককে জানান মৃতের পিতা ও মাতার দাবীর প্রেক্ষিতে সন্দেহ বাজন স্বামীকে আলীকদম থানা পুলিশ আটক করে। ঘাতক স্বামীর বিরুদ্ধে মৃতের পিতা ছগির আহামদ বাদী হয়ে আলীকদম থানায় একটি অভিযোগ করায় এটা হত্যা মামলা হিসাবে নেওয়া হয়, এবং মৃত খুরশিদা বেগমের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়। রির্পোট পাওয়ার পর ফাইনাল প্রতিবেদন দেওয়া হবে জানান।