বান্দরবানের আলীকদমে উপজেলা চেয়ারম্যানের বাসার সামনের ড্রেনে বৃহস্পতিবার এক বেওয়ারিশ নবজাতকের লাশ পাওয়া গেছে। ড্রেনে নবজাতকের লাশটি পথচারীদের নজরে আসলে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে। পরবর্তীতে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অবৈধ গর্ভপাত থেকে নবজাতককে ফেলে যেতে পারে বলে ধরনা করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম জানান, পথচারীরা নবজাতকের লাশটি দেখে আমাকে খবর দেয়। সাথে সাথে বিষয়টি আমি আলীকদম থানাকে অবহিত করি। আলীকদম থানা সূত্রে নবজাতকের লাশ উদ্ধার সত্যতা নিশ্চিত করা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জসিম সরওয়ার/আলীকদম