আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চিনারী বাজারে মঙ্গলবার দিবাগত রাতের আগুনে ১৬টি দোকান ভষিভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে ৩ জন আহত হয়। আগুনে প্রায় ৫০ লাখধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।
রেজমিনে ছিনারী বাজারে গিয়ে দেখা যায় আগুনে পোড়া দোকানের ধ্বংসযজ্ঞের উপর নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকে আবার ধ্বংসযজ্ঞে কি যেন খোঁজার চেষ্টা করছেন। বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। ব্যবসায়ী আব্দুসালাম জানান, আগুন নিভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ছিনারী বাজার মসজিদের ইমাম মৌঃ মোঃ আইয়ুব (৪০) জসীম উদ্দিন (৩০) ও নূরম্নল ইসলাম (৩৩)। খবর পেয়ে চকরিয়া থেকে দমকল বাহিনীর গাড়ি এসে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। আগুনে ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী। সকালে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা আগুনে ক্ষতিগ্রস্ত ছিনারী বাজার পরিদর্শন করেছেন। চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ইউনাটেড নিউজ ২৪৫ ডট কম/জসিম সরওয়ার/আলীকদম