শনিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের মরহুম সিরাজুল ইসলাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে লাল টেপ দিয়ে জড়ানো ২টি বোমা উদ্ধার করেছে। বোমার পাশে একটি হিজবুত তাহরির সংগঠনের নামে চিরকুটে লেখা ছিলো ‘বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে।
হাপানিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই আশরাফ জানান, এ এলাকায় ওই ধরনের কোনো সংগঠন নেই। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
জানা গেছে, আলমডাঙ্গার হাপানিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শনিবার সকাল ৭টার দিকে ব্লাকবোর্ডের ওপর ২টি বোমা রাখা হয়েছে এ সংবাদ পেয়ে ক্যাম্প ইনচার্জ এএসআই আশরাফ ঘটনাস্থলে পৌঁছে বোমা ২টি উদ্ধার করেন।
এ সময় বোমার পাশে পড়ে থাকা একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে হিজবুত তাহরির সংগঠনের নামে হুমকি দিয়ে লেখা ছিলো বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে। পুলিশ ২টি বোমা ও চিরকুটটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
এএসআই আশরাফ জানান, ওই ধরনের কোনো সংগঠন এখানে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা