চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ছোটপুটিমারী গ্রাম অপহরণ চক্রের হানায় টুটুল নামে এক কাপড় ব্যবসায়ী কে অপহরণ করে নিয়ে গেছে। রবিবার মধ্যেরাতে একদল দুর্বৃত্ত তার বাড়ীতে প্রবেশ করে প্রথমে লুটপাট চালিয়ে টুটুলকে টেনে হেঁচরে অপহরণ করে নিয়ে যায়। তবে কী কারণে টুটুলকে অপহরণ করা হয়েছে তা জানা না গেলেও মুক্তিপণ আদায়ের জন্য তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দেয়া তথ্য ও এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী ঈদগাহপাড়ার মৃত খন্দকার শামসুল আলীর ছেলে টুটুল খন্দকার মুন্সিগঞ্জ রেল বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। তিনি বরিবার রাতের খাবার খেয়ে নিউ ঘরে ঘুমিয়ে ছিলেন।  এ সময় অজ্ঞাত সশস্ত্র একদল দুর্বৃত্ত মধ্যে রাতে তার বাড়িতে হানা দেয়। প্রথমে দুই দুর্বৃত্ত বাড়ির ভেতর ঢুকে পানি খেতে চায়। টুটুল খন্দকারের স্ত্রী জগ নিয়ে টিউবওয়েলে পানি আনতে গেলে দুর্বৃত্তরা টুটুল খন্দকারের ঘরে ঢুকে লুটপাট চালায়। দুর্বৃত্তরা টুটুলের ঘর থেকে সোনার গয়নাগাটি ও নগদ টাকা লুট করে। পরে টুটুলের স্ত্রীকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শেকল তুলে দেয় তারা। এ সময় দুর্বৃত্তরা টুটুল খন্দকারকে টেনে হেঁচড়ে গ্রাম সংলগ্ন ব্যানাকুড়ির বিলের মাঠের দিকে নিয়ে যায়। টুটুল ও টুটুলের স্ত্রীর আর্তচিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসার আগেই টুটুলকে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা র‌্যাব, আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস’লে যায়। র‌্যাব ও পুলিশ গভীররাত পর্যন- চেষ্টা চালিয়েও টুটুলকে উদ্ধার করতে পারেনি।

তবে কী কারণে টুটুলকে অপহরণ করে থাকতে পারে? এ প্রশ্নের উত্তর মিলছে না। তবে সচেতন মহলের ধারণা মোটা অংকের মুক্তিপণ আদায় করতেই কাপড় ব্যবসায়ী টুটুলকে অপহরণ করেছে দুর্বত্তরা। অপহরণের সময় টুটুলের পরিবারকে নানা ধরণের হুমকি ধামকি দিয়ে যায়। ঘটনার পর পুলিশ ও এলাকার লোকজন মাঠে খোঁজাখুঁজি করেও টুটুলকে উদ্ধার করতে পারেনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here