ইমা ইলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনিতে ‘বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা’ আগামী ২৩ জুলাই রবিবার ফার্ষ্ট ইউনিটারিয়ান হলে অনুষ্ঠিত হবে। হারুন ও জামান ইন্টারটেইনমেন্ট আয়োজিত এটাই প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। এবারের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে স্থানীয় প্রবাসীদের ব্যাপক মাঝে উৎসাহ দেখা দিয়েছে।
বিকেল ৫টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন জানপ্রিয় কন্ঠশিল্পী প্রতিক হাসান, ইশরাত সামি, চিত্রানায়ক জায়েদ খান, পিয়া বিপাশা, রোমানা নির, হারুন রশিদ ও তানিয়া রশিদ।
এ অনুষ্ঠানে সঙ্গীতায়োজনে থাকবেন মোহাম্মদ মোস্তাফা জামান। তারা জানান এবারের সাংস্কৃতিক সন্ধ্যাটি সফল করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যাতে আগত অতিথিবৃন্দের যথাযথ বিনোদন উপহার দিতে পারি। শুধু তাই নয়, এটা আমাদের প্রথম আয়োজন, সেজন্য সার্বিক নানা সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। তবে সবকিছু ম্যানেজ করে অনুষ্ঠানটি সফল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন।
প্রথম সাংস্কৃতিক সন্ধ্যায় পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন-তানি বুটিক, ফারমার্স ইন্ডিয়া মার্কেট, মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন, আলাউদ্দিন হালাল মার্কেট, প্রোস্পার ফার্ষ্ট ফান্ডিং কর্পোরেশন, রামিজ তুরান পিই এমই, মার্ক হোম কেয়ার ও হালাল বিবিকিউ হাউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here