মঙ্গলবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার হিদাডাঙ্গা বারাশিয়া নদী থেকে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। সরেজমিনে গিয়ে নিহতের পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের ছলেমান শেখের পুত্র কিবির শেখ (কিবরিয়া) (২০) আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের কারিগরি শাখার ১ম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি পরিবারের ভরনপোষণের তাগিদে ভাড়ায় মোটর সাইকেল চালাত। ঘটনার রাতে এশার নামাজ শেষে ২ ব্যক্তি আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায়। সে সময় থেকে আর সে বাড়িতে ফেরেনি। লাশ দেখে ধারনা করা হচ্ছে হত্যাকারীরা প্রথমে নাইলনের রশি দিয়ে শ্বাসরোধ করার পর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য জবাই করে ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত কিবির শেখের পিতা ছলেমান শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৮-১৫/১১/২০১১, পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিভাস দ্ত্ত/ফরিদপুর