বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ১৭ই এপ্রিল ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘আবহমান বৈশাখ’। বৈচিত্রময় আয়োজনে থাকবে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে সংগীত, নৃত্য, কৌতুক সহ অন্যান্য পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শাকিলা জাফর, কনকচাপা, রবি চৌধুরী, কিরণচন্দ্র রায় সহ অন্যান্য শিল্পী বৃন্দ।
নৃত্য পরিবেশন করবেন সোহেল, শখ, মীম সহ অন্যন্যরা। এছাড়া অনুষ্ঠানটিতে থাকবে মীরাক্কেলের রনি এবং শশীর কৌতুক পরিবেশন। অনুষ্ঠানে সেনা সদরের কর্মকর্তাগন সহ কয়েক হাজার সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন।
এছাড়া এটিএন বাংলার চেয়ারম্যান, পরিচালকবৃন্দ সহ উপদেষ্টা মন্ডলী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত থাকবেন।
খন্দকার ইসমাইল এবং একজন সেনা কর্মকর্তার উপস্থাপনায় এবং মুকাদ্দেম বাবু ও নবুয়াত রহমানের যৌথ প্রযোজনায় ১৭ই এপ্রিল আর্মি স্টেডিয়াম থেকে কনসার্ট ‘আবহমান বৈশাখ’ অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সমপ্রচার করা হবে।