আসলে কে তুমি?
-আরিফ চৌধুরী শুভ
বিষণ্ণতাকে যদি ভাগ্য বলো তাহলে অভিশপ্তকেও আমি অভিনন্দন জানাই
আজ মরুর পৃথিবীতে নীলের মায়া খুঁজতে খুঁজতে আমি এখন বড্ড ক্লান্ত;
অস্তিত্ব তোমার অন্তসার শূণ্য পৃথিবীর পথে পথে আমি এক স্বপ্নিক পথিক!
ঈশ্বরই দিয়েছে যে শরীর, সে শরীরের কত রং, কত ভাষা; সে শরীরেই তোমার বাস?
সে শরীরেই সহস্র আবেদন, কোটি দীর্ঘশ্বাস!
সে শরীরেই প্রেমের জন্ম সে শরীরেই হয় মৃত্যু!
কিন্তু আজও কি দেখা হয়েছে তোমার আর আমার?
বৃষ্টিতে যে হাত জল ছুঁতে গেলে প্রেমে পড়ে
প্রকৃতি সে হাত ছুঁতে চেয়েছিল তোমাকে
সে হাতই তোমাকে খুঁজছে আলান্ধারে,
কিন্তু তুমি মিলিয়ে হয়ে গিয়েছ দিগন্তের নীলাম্ভরে।
তুমি যতটুকু বাস্তব,
তার চেয়ে বেশি রঙিন হয়তো তুমি জীবনানন্দ দাশের বনলতা সেন,
না হয় রবী ঠাকুরের দুর্ভাগা হৈমন্তী?
আসলে কে তুমি?
০৬.০৯.২০১৮
মগবাজার, টিএন্ডটি কলোনী।