ডেস্ক রিপোর্ট::  রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। এসময় আশপাশে সতর্ক অবস্থান নিতে দেখা যায় পুলিশকে।

সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার পর রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মী৷

এদিন আরামবাগ মোড়ের ব্যারিকেড গুঁড়িয়ে দেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। মতিঝিলে ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে সমাবেশস্থলে যোগ দেন তারা৷

এদিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মতিঝিল এলাকাজুড়ে। বর্তমানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আরামবাগ থেকে নটরডেম কলেজের রাস্তা পর্যন্ত অবস্থান করছেন।

অন্যদিকে র‍্যাব ও পুলিশ সদস্যরা মতিঝিলের কালভার্ট রোডের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা গেছে, এদিন সকালে মতিঝিলে ফুটবল ফেডারেশনের গলিতে অবস্থান নিয়েছিলেন জামায়াতের হাজারো নেতাকর্মী৷ এছাড়া অনুমতি না মেলায় সকাল থেকেই তারা মতিঝিলের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিলেন৷ পরে হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের গলি হয়ে সোনালী ব্যাংকের টয়েনবি সার্কুলার রোড শাখা মুখের ব্যারিকেড ভেঙে নারায় তাকবির স্লোগানে সামনের দিকে এগিয়ে যান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here