সিরিয়ার পরিস্থিতি দিন দিন আরো ঘোলাটে হয়ে পড়ছে এবং আরব লীগ ও সিরিয়ার সরকারের সম্পর্ক বিপজ্জনক মোড় নিচ্ছে৻

সিরিয়ায় বিরোধীদের সাথে মীমাংসায় বসার এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের যে প্রস্তাব আরব লীগ করেছে, সিরিয়ার সরকার সাথে সাথে তা প্রত্যাখান করেছে৻

সিরিয়ার সরকারের পক্ষ থেকে আরব লীগের এ ধরনের প্রস্তাবকে চক্রান্ত হিসেবে আখ্যা দেয়া হয়েছে৻

সরকারি এই কর্মকর্তা আরব লীগের প্রস্তাবের পর বলেছেন, এ ধরনের প্রস্তাব দিয়ে আরব লীগ তাদের দেশের সার্বভৌমত্ব লংঘন করেছে৻

তিনি বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে সিরিয়ার আভ্যন্তরীণ রাজনীতির ওপর সরাসরি হস্তক্ষেপ করা হলো৻

সরকারি এই কর্মকর্তার বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়, কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি৻

তিনি বলছে, আরব লীগের সাথে প্রেসিডেন্ট আসাদ সরকারের যে বোঝাপড়া হয়েছিলো, কায়রোর বৈঠকে লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সেটা ছাড়িয়ে আরো বহুদূর চলে গেছেন৻

আসল পরিকল্পনার সাথে তার কোনো মিল নেই বলেও সরকারি এই কর্মকর্তা অভিযোগ করেছেন৻ তিনি বলছেন, এই পরিকল্পনা সিরিয়ার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র৻

তিনি বলছেন, প্রেসিডেন্ট আসাদ ইতোমধ্যেই যে সংষ্কার কর্মসূচি শুরু করেছেন, আরব লীগের পরিকল্পনায় সেটাকে উপেক্ষা করা হয়েছে৻

তারা দাবী করছেন যে, রাজনৈতিক এই সংষ্কার কর্মসূচির ভেতর দিয়েই এ বছরের শেষ নাগাদ সিরিয়াতে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৻

এই বিবৃতিতে এবং আরব লীগে সিরিয়ার যে প্রতিনিধি তারা দুজনেই উপসাগরীয় দেশগুলোর সমালোচনা করেছেন, বিশেষ করে কাতারের যারা আরব লীগের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে আসছে৻

সিরিয়া বলছে, কাতারকে সশস্ত্র বিদ্রোহীদের কাছে অস্ত্র ও অর্থ সরবরাহ করা বন্ধ করতে হবে৻

তারা বলছে, এটা হলো কাতারের ‘ভন্ডামি‘৻ কারণ কাতার সিরিয়ায় গণতন্ত্রের জন্যে ওকালতি করছে কিন্তু তাদের নিজেদের দেশে গণতন্ত্রের কোনো খবর নেই৻

আরব লীগের প্রস্তাব

সিরিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার কায়রোতে দীর্ঘ বৈঠক করেছিলেন৻

বৈঠক শেষে তাদের নতুন পরিকল্পনার কথা ঘোষণা করা হয় যেখানে সরকার ও বিরোধীদের মধ্যে এখনই আলোচনা শুরু করার কথা বলা হয়েছে৻

এই আলোচনার মাধ্যমে সিরিয়াতে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও আহবান জানানো হয়েছে৻

এই সরকার গঠন করতে হবে আগামী দুমাসের মধ্যেই৻ তার আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে৻ ক্ষমতা হস্তান্তর করতে হবে ভাইস প্রেসিডেন্টের কাছে৻

এই ভাইস প্রেসিডেন্টের অধীনে নতুন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৻ জাতিসংঘেরও সেখানে একটা ভূমিকা থাকবে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here