আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
আম চাষীরা ৫৪কেজির স্থলে ৪৫ কেজিতে মন ধরে আম ক্রয় বিক্রয় করার ব্যবস্থা গ্রহনের জন্য লিখিতআবেদন করেছেন কৃষি মন্ত্রীর নিকট।বৃহস্পতিবার সকালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ আম উদ্যোক্তার একটি প্রতিনিধি দল কৃষি মন্ত্রী ববাবর একটি আবেদন করেন।
আবেদন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন আম উৎপাদনে প্রায় চার লক্ষ আম উৎপাদনকারী আম চাষীকে বাধ্য করে ৫৪ কেজিতে মন আম বিক্রী করার মাধ্যমে প্রায় ৫‘শ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আম আড়তদাররা এবং বাহির থেকে আসা আম ক্রেতারা। শুধু তাই নয় রাজশাহী ও নওগাঁ জেলাতে একই অবস্থা।
এক জরিপে দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৪ কেজিতে নেয়ায় আম চাষীরা তাদের উৎপাদিত আমের ২০% আম গো”ছা যাচ্ছে। যার মূল্যে প্রায় ৫‘শ কোটি টাকা। তিন জেলায় প্রায় চার লাখ আম চাষী এভাবে বছরের পর বছর মাত্র প্রায় চার হাজার আাড়তদাদের নিকট বাধ্য হয়ে ৫৪ কেজিতে আম ওজন দিতে বাধ্য হচ্ছে। আবেদনে আরো বলা হয়েছে যে আম চাষীদের এ দাবী
বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগের কোন অর্থ খরচ না হয়েও তিন জেলায় প্রায় চার লাখ আম চাষী আট’শ কোটি টাকা ক্ষতি থেকে রক্ষা পাবে।
এ সময় উপস্তি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচির ওয়াহিদ আক্তার , ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচির আহসান হাবিব, শিবগঞ্জ ম্যংগো কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাইল হোসেন শামীম খান ও বরেন্দ্র কৃষি ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম ও আম উদ্যোক্তা আতিকুর রহামান মিলন ও আবু নুহু, মুসুদ রানা, রফিকুল ইসলাম ও মতিউর রহমান। কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন,৫৪ কেজিতে আমের মণ বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম, এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আম চাষীদের এ হয়রানী থেকে উদ্ধার করা হবে আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডঃ শেখ মোহাম্মদ বখতিয়ারসহ কৃষি ও
ব্যাংক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।