স্টাফ রিপোর্টার :: আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভিআইপি হল রুমে আমার মা ফাউন্ডেশন আয়োজিত “আমার মায়ের জন্য” শীর্ষক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা- ২০১৮ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী, রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে আয়োজকবৃন্দসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেলিব্রেটি, মিডিয়া প্রতিনিধি, সংস্থার সকল সদস্য, স্বেচ্ছাসেবী কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত থাকবেন।