ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ঘাসফুলের পরিচালনায় ৪০টি শিখন কেন্দ্রে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও শোক দিবসের আলোচনার আয়োজন করা হয়েছে।

‘আমার বঙ্গবন্ধু’  শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেলো ঘাসফুল স্কুলের ১০ জন শিক্ষার্থী।

প্রতিযোগতিাটি সকাল ১০ ঘটিকায় মোহাম্মদপুরের জহুরী মহল্লা-১ শিখন কেন্দ্র ও নবীনগর শিখন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিখন কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজার মোসা. ছালেহা বেগম এবং আফসানা আক্তার। প্রোগ্রাম সুপারভাইজার মোসা. ছালেহা বেগম শিক্ষার্থীদেরকে ১৫ আগস্টের বিভিন্ন বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন এবং ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক জ্ঞান চর্চার অনুরোধ করেন। অভিভাবকদেরকে এ জন্য সচেতন থাকতে বলেন। এ আয়োজনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা শুনতে চান তিনি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থী নিজের মনের মাধুরী দিয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের অংকণ করেন রঙ পেন্সিলে। শিশুদের কোমল হাতের তুলিতে আঁকা প্রতিটি ছবিই যেন ৭৫ এর ১৫ আগস্টে থমকে যাওয়া ভোর, অস্তমিত সূর্য। বিচারকরা ছবিগুলো পর্যালোচনা করতে গিয়ে অশ্রুস্নিক্ত হয়েছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সেরা ১০জনকে বাচাই করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের একটি করে রঙ পেন্সিল প্রদান করা হয়েছে। প্রতিটি শিশুকে দুপুরের খাবার প্রদান করা হয়।

আলোচনা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার প্রতি শান্তি কামনা করা হয় এবং দোআ ও মুনাজাত করার মাধ্যমে আয়োজনের সমাপ্তি করা  হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here