ডেস্ক রিপোর্ট::  ওপার বাংলার গায়িকা ইমন চক্রবর্তী। দিন যত গেছে, ততই জনপ্রিয়তা বেড়েছে তার। তবে এই সাফল্য একদিনে আসেনি ইমনের, সঙ্গে ছিল তার দীর্ঘ পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা।

অনেকেরই হয়তো অজানা, একটা সময় স্টুডিও থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ইমন চক্রবর্তীকে। তবে এ কাজটি যিনি করেছিলেন, সেই ব্যক্তি ইমনের এখন কাছের কেউ!

সম্প্রতি সারেগামাপা-র এক এপিসোডেই নিজেকে উজাড় করেছেন ইমন। ‘বন্ধু চল’ গানটি শুনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনেন। ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে।’

ইমনের ঠিক পাশের আসনেই বসে ছিলেন টালিউডের অন্যতম খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমনকে তিনিই বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে। সেই জন্য রাগ নয়, বরং কৃতজ্ঞ তিনি।

ইমন বলেন, ‘স্টুডিও-তে রেকর্ডিং করতে যাই, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল লিটারেলি। ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি (ইন্দ্রদীপ দাশগুপ্ত)। আই লাভ ইউ সো মাচ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here