ডেস্ক রিপোর্ট:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দিন কয়েক আগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় এই কারাদণ্ড পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং এখন তিনি কারাগারে রয়েছেন।
আর সেখান থেকে আইনজীবীদের বার্তা দিয়েছেন তিনি। ইমরান বলেছেন, তাকে মুক্ত করা হোক, তিনি কারাগারে থাকতে চান না। বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার আইনজীবীদের বলেছেন, তিনি কারাগারে থাকতে চান না। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার আইনী উপদেষ্টার মধ্যে বৈঠকের বিষয়ে অ্যাটক কারাগারের বেশ কয়েকটি সূত্র এই তথ্য জানিয়েছে।
ইমরান বর্তমানে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন। কারাগারের ওই সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর কারাগারের ভেতরে ‘দুঃখজনক’ পরিস্থিতিতে বন্দি করে রাখায় ইমরান খান অসন্তুষ্ট ও উদ্বিগ্ন।