গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেয়ার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হিলি চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে শিক্ষার্থীরা বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে নারে,যদি চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি, আমরা দিলাম কন্যা,তোমরা দিলা বন্যা,ভারত যখন পানি ছাড়ে আবার তোমায় মনে পড়েসহ বিভিন্ন প্রতিবাদ শ্লোগন দিতে থাকে। পরে সেখানে ঘন্টাব্যাপী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যায়ল পড়ৃয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখে।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা জানান,আমরা জানি ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা আটকিয়ে রাখে। আর যখন প্রয়োজন পড়েনা তখন ভাসিয়ে দিয়ে দেশের অনেক ক্ষতি করে। এতেই বোঝা যায় তারা কিসের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে দ্রুত বাঁধের পানি বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here