শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর উপজেলার  ১টি পৌরসভায় ও ৮ টি ইউনিয়নের প্রায় অধিকাংশ জমিতে আমন ধানের  ফলন ভালো হয়েছে। সেই ধান ঘরে উঠাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ।
অনুকূল আবহাওয়ার কারণে ধান কাটা, মাড়াই ও শুকানো তে সুবিধা হচ্ছে বলে জানান কৃষকেরা। তবে উপজেলার অধিকাংশ এলাকায় কারেন্ট পোকার আক্রমণের কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলার দেওয়াপাড়া গ্রামের চাষি নুর ইসলাম বলেন, আমার ধান বেশ ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ধান ঘরে তুলতে সহজ হচ্ছে। দাম ও বেশ ভালো পাবো আশা করি। তবে অধিকাংশ জায়গায় কারেন্ট পোকার জন্য ধানের অনেক ক্ষতি হয়েছে।
কাপাশহাটী গ্রামের কৃষক রিয়াজ উদ্দীন বলেন,  আমার ৩ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, যেখানে কাঠা প্রতি সর্বনিম্ন ১ মন ধান পাওয়ার কথা সেখানে আমি মাত্র  ১০/১৫ কেজি করে  ধান পেয়েছি। যে ধান পেয়েছি তাতে আমার খরচের টাকা ও উঠবে না। কারেন্ট পোকার জন্য আমি এই ক্ষতির সম্মুখীন হয়েছি। উপজেলা কৃষি অফিস থেকে এই বিষয়ে কোন সহায়তা বা পরামর্শ না পাওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর অভয়নগরে ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, কারেন্ট পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে করণীয় বিষয়ে উপজেলা ব‍্যাপী লিফলেট বিতরণ করা হয়েছে। তারা যে বিষ স্প্রে করা হয়েছে তা ধানের গোড়া পযর্ন্ত না পৌছানোয় কারেন্ট পোঁকা দমন হয়নি। তবে আমরা অধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আর্থিক সহায়তা বিবেচনা করছি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here