মোঃ সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি ,পঞ্চগড় ::
পঞ্চগড়ে চলতি বর্ষা মৌসুমে শ্রাবণ মাসে বৃষ্টিপাত ভালো হওয়ায় কৃষকরা আমন চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে ।একটুও সময় নেই অবসরের । ভোর হতে সুর্যাস্ত পর্যন্ত কেউবা হাল দিয়ে জমি তৈরী করছে আবার কেউ কেউ আমন বীজ তলা থেকে বীজের চারা তুলছে । আবার অনেকে দলবেধে মনের আনন্দে কৃষক-কৃষাণীরা জমিতে চারা রোপণ করছে ।
জেলা কৃষি অফিস ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমন ধানের চাষ করা হবে। কৃষকেরা এবার উচ্চ ফলন জাতের ধানের চাষাবাদে ঝুঁকে পড়েছে। উপজেলার কৃষক-কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান রোপণ এর কাজে। এবার সময় মত বৃষ্টির হওয়ার ফলে আমন ধানের চারা ভাল থাকায় কৃষকের মুখে হাসি
ফুটেছে। কৃষকরা এবার উঁচু জমি গুলোতে বিনা-৭ ধান চাষ করছে। সময় মত বৃষ্টির অভাবে তারা গত কয়েক বছর থেকে এসব জমিতে ধান চাষ করতে পারেনি। এবার সময় মত ধান চাষ করে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে কৃষকরা।
বোদা উপজেলার ৮নং বোদা ইউনিয়নের বালাভিড় গোয়াল পাড়া গ্রামের কৃষক মোজাহারুল ইসলাম জানায়, এবারে আমন ধানের চারা গত বারের তুলনায় অনেক ভাল হয়েছে। ঠিক মত বৃষ্টি হওয়ায় জমিতে আর পানির অভাব হয় না।
সরজমিনে পঞ্চগড় সদর ও বোদা উপজেলা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষকরা এবার উচ্চ ফলন শীল হাইব্রিড ধানের বেশি চাষ করছে। অনেক কৃষক আগাম ধান ফসল কাটার জন্য বিনা-৭ ধানের চাষ করছে। কারণ এই বিনা-৭ ধান
রোপণের পর অল্প দিনেই পাকে। ধান কেটে কৃষকরা তখন আলু,সরিষা সহ অন্যান্য চাষাবাদ করে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার, বোদায় ২১ হাজার ৬ শত হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আমন ধান লক্ষমাত্রার চেয়ে অনেক জমিতে চাষাবাদ হবে। কারণ অন্যান্য মৌসুমের চেয়ে চলতি মৌসুমে বৃষ্টিপাত ও আকাশের অবস্থা ভাল। ঘন ঘন বৃষ্টি পাত হওয়ায় রোপণ কৃত জমিতে পানি থাকায় ধান গাছ গুলো সতেজ থাকবে। আবহাওয়া
অনুকুলে থাকলে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।