ইউনাইটেড নিউজ ২৪ ডট কম
শরীয়তপুর থেকে আসাদুজ্জামান জুয়েল, সোমবার শেষবারের মত নিজ জন্মভূমিতে আসবেন এ অঞ্চলের তথা দেশের মানুষের জননেতা আবদুর রাজ্জাক। জননেতাকে শেষবারের মত দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত এখন ডামুড্যাসহ শরীয়তপুরবাসী। জেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসূচীর দ্বিতীয় দিনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন কর্মসূচী চলছে। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ছিলেন জননেতা আবদুর রাজ্জাক। আজীবন সদস্য বর্ষীয়ান এই জননেতাকে হারিয়ে জেলা আইনজীবী সমিতিও বিভিন্ন কর্মসূচী পালন করছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি শরীয়তপুর পৌরসভার মেয়র আবদুর রব মুন্সী জানান, জেলা আওয়ামীলীগের জরুরী সভায় জননেতার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচী চলছে। কর্মসূচীর মধ্যে আছে কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কোরআন তেলোয়াত, আগামী শুক্রবার জেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভা।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ জানান, জননেতা আবদুর রাজ্জাক শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি কালো ব্যাচ ধারণ, সমিতির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সোমবার পূর্ণদিবস কর্মবিরতির, কোর্ট রেফারেন্স গ্রহণসহ আলোচনা স্মরণসভা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বাচ্চু ছৈয়াল জানান, জননেতার লাশ মঙ্গলবার সকালে তাঁর জন্মভূমি ডামুড্যাতে নিয়ে আসা হবে। শেষবারের মত তাকে দেখতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং জানাজা দিতে ডামুড্যাবাসী প্রস্তত। বিপুল লোকসমাগমের কথা চিন্তা করে ডামুড্যা উপজেলা পরিষদ চত্তরে জানাজার স্থান নির্ধারণ করা হয়েছে। জননেতার শোকে ডামুড্যাবাসী কালো পতাকা উত্তোলনসহ নেতা কর্মীরা ব্যাক্তিগতভাবে বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল ও কোরআন খতম করছেন।
জননেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রব মুন্সী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, জেলার জেষ্ঠ্য আইনজীবী সুলতান হোসেন মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।