ডেস্ক রিপোর্ট:: দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। নব্বইয়ের দশকের দেশের প্রথম ক্রীড়া ক্লাব হিসেবে লিমিটেডে রুপান্তরিত হয় আবাহনী। ক্রীড়াঙ্গনের আধুনিকতার অন্যতম ধারক-বাহক আবাহনী ক্লাবের পরিচালনা পর্ষদের আজকের সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে।
আজকের সভা শেষে ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের আজকের সভায় অন্যতম পরিচালক শায়ান রহমান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। বিভিন্ন খেলার জন্য কমিটি গঠন ছাড়াও ক্লাবের ক্রীড়া কমপ্লেক্স, নতুন মৌসুমের ক্লাবের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে।’
আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান। ডাইরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ। তিনি গত কয়েক বছর অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ হিসেবে কাজ করছেন অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদ। পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারম্যান পদ থাকলেও এতদিন শূন্য ছিল। আজকের সভায় সেই শূন্য পদ পূরণ হয়েছে।
আবাহনী ফুটবল, ক্রিকেট, হকি ও টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করে। চার খেলার কমিটির চেয়ারম্যান নির্ধারিত হয়েছে আজকের সভায়। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পূর্বের মতো ক্লাবের অন্যতম পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই রয়েছেন। ফুটবল কমিটির চেয়ারম্যানে পরিবর্তন এসেছে। ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান পূর্বে ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আজকের সভায় এই দায়িত্ব ক্লাবের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে দেয়া হয়েছে। নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানেও পরিবর্তন এসেছে। কাজী নাবিল আহমেদের পরিবর্তে সেই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন কাজী ইনাম আহমেদ। চমক এসেছে টেবিল টেনিস কমিটির চেয়ারম্যানে। আবাহনী ও বিসিবি পরিচালক ফাহিম সিনহাকে টেবিল টেনিস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
ফাহিম সিনহার বাবা আফজালুর রহমান সিনহা দীর্ঘদিন আবাহনীর হকি কমিটির চেয়ারম্যা ছিলেন। তার মৃত্যুর পর ক্লাবের অন্যতম পরিচালক এবং সাবেক হকি খেলোয়াড় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে গত মৌসুমে হকি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। আজকের পরিচালক পর্ষদের সভায় বিপুকে পুনরায় এই দায়িত্বে বহাল রাখা হয়েছে। নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন ক্লাব ও বিসিবি’র পরিচালক কাজী ইনাম আহমেদ। প্রতিটি কমিটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ হবে।