ডেস্ক রিপোর্ট :: ইসরাইল সোমবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

অধিকৃত গাজার খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর ওই বিমান হামলা চালানো হয়। খবর ওয়াফা নিউজের।

এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরাইলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ইসরাইল সোমবার রাতে প্রথমে খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর পর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আরও বিমানগুলো হামলা চালানো হয়।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here