স্টাফ রিপোর্টার :: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে বুধবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে সরকার যখন ব্যবস্থা নিচ্ছে তখন শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘এ আন্দোলন কেন? বিচার অবশ্যই হবে। যে বাবা-মা তাদের সন্তান হারিয়েছেন তাদের কষ্ট বুঝতে হবে। আমি এটা বুঝি। কারণ আমি বাবা, মা ও ভাই সবাইকে হারিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ও (আবরার) এক সাধারণ পরিবারের ছেলে ছিল। এমন মেধাবী একটি ছাত্রকে তুলে নেয়া ও পেটানোর মতো নৃশংস ও ভয়ংকর কাজের কারণ কী? তাই, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তাদের সব ধরনের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রী তার সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাসুক এলাহি তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here