ইউনাইটেড নিউজ ২৪ ডট কম

       আসাদুজ্জামান জুয়েল

শুক্রবার সন্ধায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুর রাজ্জাকের মৃত্যুর খবর শরীয়তপুর পৌছালে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় যথাযথ মূল্যায়ন না করায় শরীয়তপুরের আওয়ামীলীগসহ সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি বলেন, আমাদের রাজনৈতিক গুরু আর আমাদের মাঝে নেই। আমরা অত্যন্ত শোকার্ত ও মর্মাহত। তাঁর জীবদ্দশায় তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল বলেন, আবদুর রাজ্জাকের আবদান শরীয়তপুরবাসী চিরকাল শ্রদ্ধাচিত্তে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা এক জাতীয় নেতাকে হারালাম।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক বলেন, আবদুর রাজ্জাকের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশ-জাতী এবং শরীয়তপুরবাসীর অপুরণীয় ক্ষতি হল। জাতীয় নেতা আবদুর রাজ্জাক আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ছাত্র-যুবসমাজকে সংগঠিত করতে তিঁনি গৌরবউজ্জল ভূমিকা পালন করেন। শোকাহত চিত্তে আবদুর রাজ্জাকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here