বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের খেলোয়াড়দের নিলাম হোটেল রেডিসনে সকাল এগারোটা বিশ মিনিটে শুরু হয়েছে।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২ লাখ ডলারে খুলনায় যোগ দেন নাসির হোসেন।

আফ্রিদিকে নিয়ে বড় যুদ্ধে নামে দলগুলো। বরিশাল ছাড়া বাকি পাঁচ দলই তার জন্য ৫ লাখ ডলার দর হাঁকে। শেষ পর্যন্ত ৭ লাখ ডলারে তাকে ঢাকা পায়। ১১ এপ্রিল থেকে তাকে পাওয়া যাবে। সিলেট ৫ লাখ ১০ ডলার, চট্টগ্রাম ৬ লাখ ডলার, রাজশাহী ৫ লাখ ৪০ হাজার ডলার, খুলনা ৬ লাখ ১২ হাজার ডলার হাঁক দেয়।

ক্রিস গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে দলে নিয়েছে বরিশাল বার্নার্স। তাকে নিতে দুরন্ত রাজশাহীর সঙ্গে ‘টাই’ হয় তাদের। পরে রাজশাহীর ৫ লাখ ৩১ হাজার ডলারকে টপকে গেইলকে পায় বরিশাল। ১৪ এপ্রিল থেকে গেইলকে পাবে তারা।

পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে দিয়ে নিলাম শুরু হয়।  ১ লাখ ডলারে তাকে কেনে দুরন্ত রাজশাহী।

নিলামে ‘এ’ শ্রেণীতে ১৭, ‘বি’ শ্রেণীতে ৩৬ ও ‘সি’ শ্রেণীতে ৫৮ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ১ লাখ ডলার, ‘বি’ গ্রুপের ৫০ হাজার ও ‘সি’ গ্রুপের ২৫ হাজার ডলার।

এছাড়া ‘এ’ শ্রেণীতে ৬, ‘বি’ শ্রেণীতে ১২ ও ‘সি’ শ্রেণীতে ৬৮ জন স্থানীয় ক্রিকেটার রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ৪৫ হাজার ডলার, ‘বি’ গ্রুপে ৩০ হাজার ডলার ও ‘সি’ গ্রুপে ২০ হাজার ডলার।
নিলামে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার খরচ করতে পারবে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আট জন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে। এছাড়া অন্তত একজন খেলোয়াড় সহযোগী দেশ থেকে নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিটি দল সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে।

ঢাকা গ্ল্যাডিয়েটর্স: সাঈদ আজমল (১ লাখ ডলার), কাইরন পোলার্ড (৩ লাখ) শহিদ আফ্রিদি (৭ লাখ), মাশরাফি বিন মর্তুজা (৪৫ হাজার) ও রানা নাভিদ উল হাসান (১ লাখ)।

বরিশাল বার্নার্স: ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার), ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ইয়াসির আরাফাত (৮০ হাজার) ও আহমেদ শেহজাদ (৫০ হাজার)।

চট্টগ্রাম কিংস: শোয়েব মালিক (১ লাখ ৫০ হাজার), মুত্তিয়া মুরালিধরন (১ লাখ), ডোয়াইন ব্র্যাভো (১ লাখ ৫০ হাজার) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১ লাখ ১০)।

খুলনা রয়্যাল বেঙ্গলস: আব্দুর রাজ্জাক (৮৫ হাজার), নাসির হোসেন (২ লাখ), আন্দ্রে রাসেল (৮৫ হাজার), সনাৎ জুয়াসুরিয়া (১ লাখ ১০ হাজার), নাইল ও’ব্রায়েন (৮০ হাজার) ও ফিদেল এডওয়ার্ডস (৬০ হাজার)।

দুরন্ত রাজশাহী: আব্দুল রাজ্জাক (১ লাখ), জুনায়েদ সিদ্দিক (৭০ হাজার), ইমরান তাহির (৫০ হাজার) ও মারলন স্যামুয়েলস (৩ লাখ ৬০ হাজার)।

সিলেট রয়্যালস: ইমরুল কায়েস (৫০ হাজার), পিটার ট্রেগো (৭৫ হাজার), ড্যারেন স্যামি (৫৫ হাজার), ব্র্যাড হগ (৫০ হাজার), সোহেল তানভির (১ লাখ) ও কামরান আকমল (১ লাখ)।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here