সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
শান্তি-সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে স্বৈরাচারী সরকারের বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পতাকা র‌্যালি ও মানববন্ধন করেছে।
শনিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সংলগ্ন দীঘির পাড় থেকে পতাকা র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দীঘির পাড়ের সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদ হোসেন, মুসাব্বির হোসেন, পিয়াল মাহমুদ, নিশাত আহম্মেদ, শফিকুল ইসলাম, লিমন, ফাহাদ, আকিন, হাসিব, মুরসায়ী হাবিবা মাহবুব, বরশী প্রমুখ।
উপস্থিত শিক্ষার্থীরা আন্দোলনে গণহত্যার দায়ে স্বৈরাচারী সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here